আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সভা এবং সামাজিক সমস্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ও জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহযোগিতায়
শনিবার (৩ জুন) সকাল সাড়ে ১০ টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এসময়ে বিভিন্ন তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার প্রসার ও গবেষণা কাজ পরিচালনার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠান দেশের সর্বস্তরের লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদগণের সম্মিলিত প্রয়াসে ইসলামি শিক্ষা ও সংস্কৃতির প্রসারে গবেষণা, পুস্তক প্রকাশ ও প্রশিক্ষণ প্রদান, বিভিন্ন দ্বীনি দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে ইসলামি মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণের লক্ষে কাজ করে যাচ্ছেন এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, ইসলামিক মিশন, মসজিদভিত্তিক পাঠাগার প্রতিষ্ঠা, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট ও যাকাত ফান্ড, ৫৬০ টি মডেল মসজিদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন কার্যক্রম, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, সুখী সমৃদ্ধশালী সোনার বাংলা গড়তে সমাজ থেকে মাদকমুক্ত করতে, বাল্যবিয়ে বন্ধে , গুজব, ইভটিজিং, জুয়া ও অসামাজিক কার্যকলাপ বন্ধে সকলের সহযোগিতা কামনা করছি। আর কেউ যেন সামাজিক যোগাযোগ মোবাইল ফোনের অপব্যবহার না করে এবং নিজের সন্তানেরা যেন রাত জেগে স্মার্টফোন ব্যবহারকরে বিপথগামী না হয় এ জন্য অযথা ফোন ব্যবহার করা বন্ধ করুন। আপনারা সন্তানের প্রতি যত্নবান হোন আর খেয়াল রাখুন। মসজিদের খতিব /মুয়াজ্জিনেরা প্রতি জুম্মা নামাজের পূর্বে মসজিদে উপরোক্ত বিষয়গুলোর উপর সচেতন করে আলোচনা করবেন। আর পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে পতিত স্থানে কমপক্ষে ৩ টি বৃক্ষ রোপণ করবেন আশা করছি ।
এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ হান্নান মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, পৌর কৃষক লীগ নেতা এপেক্সিয়ান মোঃ ফুলাদ হায়দার খান, সিরাজগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক ফজলু, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আলী আমজাদ প্রমুখ।
স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের এর ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকৃল ইসলাম । অনুষ্ঠান সঞ্চালনা করেন, মুয়াজ্জিন মোঃ রেদোয়ান হক সোহাগ।
Leave a Reply