এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ এসো মিলি ঐক্যের বন্ধনে,উৎসবের বাঁধন প্রাণে প্রাণে শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সাংবাদিকদের পুনর্মিলনী উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) সকালে পৌর কনভেনশন হলে৷ সাংবাদিকদের পুনর্মিলনী আয়োজিত কমিটির আহবায়ক প্রবীন সাংবাদিক সাবেক অতিরিক্ত সচিব প্রণম নিয়োগীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ সদর- কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত প্রবীণ সাংবাদিক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ( পিআইবি)’র মহা-পরিচালক জাফর ওয়াজেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, আরটিভি ও এসএ টিভির সাবেক প্রধান নিউজ এডিটর ও দৈনিক সময়ের আলো পত্রিকার সাবেক নির্বাহী সম্পাদক শাহনেওয়াজ দুলাল, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথার সম্পাদক ও প্রকাশক হেলাল উদ্দিন। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, পুনর্মিলনী আয়োজিত কমিটির সদস্য সচিব ইসমাইল হোসেন,। র্যালী ও
পুঠি পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে স্মৃতিচারণের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি শেষ হয়। উক্ত অনুষ্ঠানে ঢাকায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সিরাজগঞ্জের নবীন প্রবীন সাংবাদিক নেতৃবৃন্দসহ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার প্রায় ৩ শতাধিক গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করেন।
Leave a Reply