নিজস্ব প্রতিবেদকঃ
ধর্ম যার যার রাষ্ট্র সবার”এই স্লোগানকে সামনে রেখে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মর্সূচী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)বিকেল ৫ টায় শ্রী শ্রী মহাপ্রভু আখড়া কেন্দ্রীয় মন্দির মুজিব সড়ক রোডস্থ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ কুমার কানু সভাপতিত্বে ও শহর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রিংকু কুন্ডু’র সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট রনজিৎ মন্ডল স্বপন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাংবাদিক হীরক গুণ,কার্য নির্বাহী কমিটির সদস্য বাবু বিজয় দত্ত অলক, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা প্রমুখ।
এসময় বক্তাগণ বলেন,১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে জাতি বর্ণ নির্বিশেষে লাল সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌমত্ব এবং সোনার বাংলাদেশ অর্জন করেছি। আমরা এই মানববন্ধন থেকে ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোত্তর বোর্ড হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি জানাই।
এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক সাহা,যুগ্ন -সাধারণ সম্পাদক স্বপন স্যান্যাল,সমাজকল্যাণ সম্পাদক বাবু ভজন ঘোষ, সদর থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি সাহা সহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতির ও সাধারণ সম্পাদক বৃন্দ।
Leave a Reply