আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ শিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ মার্চ) বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পৌরসভার অন্তর্গত চরমালশাপাড়া গ্রামের মোঃ জহুরুল ইসলাম, চরমালশাপাড়া উত্তর গ্রামের মৃত আতোয়াল এবং মিরপুর হায়দার পাড়ার মোঃ রুহুল আমিনের বাড়ীসহ এই পৃথক তিনটি ভেন্যুতে শিক্ষার মানবৃদ্ধির লক্ষ্যে ২২০ জন অংশগ্রহনকারীকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উঠান বৈঠকে বিস্তারিত আলোচনা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। বৈঠকে আলোচনা হয় ছাত্র-ছাত্রীদেরকে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বিদ্যালয়ে সকল অনুষ্ঠানে অভিভাবকগণ অংশগ্রহন করা, মাঝে মাঝে বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সাথে ছেলে মেয়ের শিক্ষার মান নিয়ে আলোচনা করা, পরিস্কার পরিচন্নতা বিষয়ে, ছাত্র-ছাত্রীগণ নিযমিত স্কুল ড্রেস ব্যবহারের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এই উঠান বৈঠকের ফলে অভিভাবকদের মাঝে শিক্ষা বিষয়ে ইতিবাচক সাড়া পড়েছে।পরিশেষে উপস্থিত সকলে এই কার্যক্রমের প্রশংসা করেন
Leave a Reply