এস এম আক্কাস আলী, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠী (হিজড়া, এম এস এম)র মাঝে ব্যবসায়িক উপকরণ বিতরণ
মো. হোসেন আলী (ছোট্ট): সিরাজগঞ্জে লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর মাঝে ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়েছে। হিজড়া, এমএসএম, এমএসডব্লিউ এবং ওএসটি ক্লায়েন্টদের দারিদ্র্য হ্রাস, অর্থনেতিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে নির্বাচিত ২০০ জন লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠীর মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১০ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৩৩ জন (মোট ৪৩ জন) জনগোষ্ঠীর মধ্যে এসব ব্যবসায়িক উপকরণ বিতরণ করা হয়।
ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য তাদের মধ্যে এ উপকরণ দেয়া হয়েছে।
গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলায় অবস্থিত যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধাভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেয়া হয়।
জার্মান ফেডারেল ব্যাংক ও জার্মান ডক্টরস এর আর্থিক সহায়তায় আইসিডিডিআর,বি কর্তৃক পরিচালিত লিঙ্গ বৈচিত্র্য জনগোষ্ঠী- হিজড়া, এমএসএম, এমএসডব্লিউ ও ওএসটি ক্লায়েন্টদের দারিদ্র্য হ্রাস, অর্থনেতিক মুক্তি এবং সামাজিক ক্ষমতায়নের জন্য প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
উল্লেখ্য, উক্ত প্রকল্পটি ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলায় বাস্তবায়িত হচ্ছে।
Leave a Reply