আলী আশরাফ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ মার্চ) মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাব মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।
এসবি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল হাসান আমিনুল, এপিপি এ্যাড. শহিদুল ইসলাম লিটন, সিরাজগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমএ বাছেদ, রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব গোলাম আজম মন্ডল, ডাঃ মাহবুব আলী তালুকদার, সাখাওয়াত হোসেন মুকুল, ফোরহান আলী মন্ডল কোষাধ্যক্ষ মোক্তার খান হোসেন প্রমুখ। মাহমুদপুর গ্রামের শিশু, কিশোর-কিশোর, যুবক-যুবতীরা ১৪টি ইভেন্টে অংশগ্রহন করে। অংশগ্রহনকারীদের মধ্য ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মোট ৪২জনকে পুরষ্কৃত করা হয়।
Leave a Reply