আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ মঙ্গলবার
সিরাজগঞ্জে যমুনা নদীর রুই জাতীয় মাছের প্রজনন স্থান ও প্রজনন কর্মক্ষমতার উপর জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট প্রভাব জনিত গবেষণামূলক ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন ১) মোঃ তারিক হাসান, চেয়ারম্যান, কৃষিবিদ ফাউন্ডেশন, কৃষিবিদ গ্রুপ (সাবেক মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), ২)কৃষিবিদ ড. মোঃ আলমগীর, ডিএমডি, কৃষিবিদ গ্রুপ (সাবেক মহাপরিচালক, বিএফআরআই), ৩)ড. মোঃ আব্দুস সাত্তার, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, 4th phase BAS-USDA KG F1-20 Project (সাবেক পরিচালক, মৎস্য অধিদপ্তর), ৪) মোঃ শাহীনূর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা সিরাজগঞ্জ, ৫) মোঃ আলমগীর কবির, সিনিয়র সহকারী পরিচালক, সিরাজগঞ্জ, ৬) মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিরাজগঞ্জ সদর সহ সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর সিরাজগঞ্জ সদরের কর্মকর্তা ও কর্মচারী এবং যমুনা নদী হতে প্রাকৃতিক উৎসের রেণু (রুই জাতীয় মাছের) আহরণকারী, রেণু বিক্রেতা ও মৎস্যজীবী সদস্যগণ।
উক্ত ফোকাস গ্রুপ আলোচনার মাধ্যমে যমুনা নদীর রুইজাতীয় মাছের গুনগত মানসম্পন্ন রেণু কিভাবে আরও বেশি করে পাওয়া যায়, সে সংক্রান্ত বিষয়ে আলোচনা শেষে সারসংক্ষেপ লিপিবদ্ধ করা হয় এবং ভবিষ্য করণীয় চিহ্নিত করা হয়।
Leave a Reply