আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ শহরের ক্রসবাঁধ-৩ এলাকায় বন্ধুদের সঙ্গে যমুনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া নবম শ্রেণির স্কুল ছাত্র জিহাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরী দল অভিযানে নেমে যমুনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
জিহাদ (১৫) সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মো. জুয়েল হোসেনের ছেলে এবং শহরের সবুজ কানন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আতাউর রহমান( টনি) বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার তার নিখোঁজের খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। পরে তাকে না পাওয়া গেলে খবর দিয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিয়ে আসা হয়। এরপর শুক্রবার বিকেল থেকে ৫ সদস্যের ওই ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে কাজ শুরু করে। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় ওই উদ্ধার অভিযান গতকালের মতো স্থগিত করা হয়। পরে শনিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো আবার উদ্ধার অভিযান শুরু করা হলে আড়াই ঘণ্টা চেষ্টা করার পর সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার স্কুল ছুটি থাকায় দুপুরে জিহাদ তার বন্ধুদের নিয়ে যমুনার ক্রসবাঁধ-৩ সংলগ্ন এলাকায় গোসলে নামে। গোসলের একপর্যায়ে যমুনা নদীতে ডুবে যায়
Leave a Reply