আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ “বঙ্গবন্ধুর অবদান কৃষিবিদ ক্লাস ওয়ান ” বাংলাদেশের বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ দিবানিশি উন্নয়নের ধারাবাহিকতা, বজায় রাখছে স্মার্ট কৃষি ” এ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কৃষিবিদ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি’২৩) সকাল ১০ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে, র্যালি প্রদর্শন এবং হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
এসময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক মোঃ আরশেদ আলী (অবঃ), উপপরিচালক মোঃ সানাউল্লাহ মিয়া(অবঃ) , উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের (অবঃ) প্রমুখ।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফারুক, কৃত্রিম প্রজনন কর্মকর্তা ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার এ,কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)মোঃ মশকর আলী, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ এনামুল হক, অতিরিক্ত উপপরিচালক মোঃ জিয়াউর রহমান,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, হটিকালচার সেন্টার খোকশাবাড়ি সিরাজগঞ্জের উদ্যান তত্ত্ববিদ কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে, জাতির পিতা বঙ্গবন্ধু’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষার মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঐতিহাসিক কৃষিবিদ দিবসের পটভূমি এবং তাৎপর্য তুলে ধরেন। এসময়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের কৃষক, কৃষিবিদ ও কৃষির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান খুবই গুরুত্বপূর্ণ – যার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা অর্জনের লক্ষেও গবেষণার মাধ্যমে লাভজনক কৃষি রূপায়নে বঙ্গবন্ধু কৃষিবিদরা নেতৃত্ব দেবে।
Leave a Reply