নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও বেশি দামে স্যালাইন বিক্রির অপরাধে ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল-মারুফ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শহরের দরগা রোড, বাহিরগোলা বাজার ও সদর উপজেলার ছোনগাছা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
হাসান আল-মারুফ বলেন, পেয়াজ ও আলুর মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং স্যালাইনের দাম বেশি নেওয়ায় চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. মশকর আলী, জেলা মার্কেটিং অফিসার মো. আইয়ুব আলী ও সদর থানা পুলিশের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন হাসান আল-মারুফ।
Leave a Reply