আলী আশরাফ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
(৮ মার্চ ২০২৪), শুক্রবার সকাল ৮ থেকে সারাদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেল ৫টায় পুরস্কার বিতরণ করা হয়।
মদিনাউল উলুম হাফিজিয়া মাদ্রাসার কার্যকরী ও সভাপতি ও এসবি রেলওয়ে কলোনি স্কুল এন্ড কলেজের সাবেক সহকারি শিক্ষক একরামুল হক তালুকদার এর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ ড. জান্নাত আরা হেনরী।
মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারন সম্পাদক হাফিজুর রহমান হাবিল এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিম রেজা নুর দিপু, সিরাজগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ বাছেদ, মদিনাউল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি গোলাম আজম মন্ডল, মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা ডা: মাহবুব আলী তালুকদার, মো: সাখাওয়াত হোসেন মুকুল, মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ফোরহান আলী মন্ডল, সাবেক কোষাধ্যাক্ষ সাইফুল ইসলাম, উপদেষ্টা আব্দুর রাজ্জাক, আজমল হোসেন খান পান্না, গোলাম ফারুক খান, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম শফিক ও কওমী জুট মিলস হাই স্কুল এর শিক্ষক ওমর ফারুক।
মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের সাংগঠনিক নিউটন তালুকদার এর সার্বিক তত্ত্বাবধানে মাহমুদপুর গ্রামের ৪বছর বয়সী থেকে ৬০বছর পর্যন্ত সকল বয়সী নারী-পুরুষদের মধ্য ৪৫টি বিভিন্ন ইভেন্টে ক্রীয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলাটি পরিচালনায় করেন মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাবের ক্রীড়া সম্পাদক তুষার আহম্মেদ, সহ ক্রীড়া সম্পাদক আলহাজ্ব উদ্দিন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারন করে মোট ১৩৫জন বিজয়ীদের বিকেল ৫টায় পুরষ্কার বিতরন করা হয়।
Leave a Reply