আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৬ মার্চ ২০২৩ ) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের উপর তাৎপর্য মুলক বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য ৬৩, সিরাজগঞ্জ -২ ( সিরাজগঞ্জ সদর কামারখন্দ) অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দীন, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম।
এছাড়াও আরো বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মাস্টার ট্রেইনার মওলানা মোঃ সিহাব উদ্দীন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা ইসরাত আলী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের জেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মোঃ রেদওয়ানুল হক সোহাগ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
Leave a Reply