আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জ্যেষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ও সংস্কৃতি সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়।
এ জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পর প্রামাণ্য চিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠান শেষে গাছের চারা বিতরণ করা হয় ।
জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে –
শনিবার (৫ আগষ্ট) সকাল ৯ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের ডিসি গার্ডেনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রামাণ্যমানচিত্র প্রদর্শন ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট বিমল কুমার দাস হাজী ইসহাক আলী তালুকদার, যুগ্ন-সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংরক্ষিত নারী আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, বীরমুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।
সন্মানিত অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ (সুপার ক্রাইম এন্ড অপস) মোঃ হান্নান মিয়া সহ অন্যান্য অতিরিক্ত পুলিশ সুপারগন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) গনপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ মোবারক হোসেন, শিক্ষা ও আইসিটি মোঃ রায়হান কবীর সহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের জেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ গৌরাংগ কুমার তালুকদার,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপপরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোঃ ফারুক আহামেদ, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, জেলা জনশক্তি কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, আনছার-ভিডিপি সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফারুক আহমেদ সহ জেলার সকল সরকারি অফিসের প্রধানগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নুরুন্নবী খান জুয়েল। বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচ জেলা প্রশাসক একাদশ বনাম সুধী একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।
Leave a Reply