আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখা’র সাবেক সহ-সভাপতি প্রয়াত জননেতা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতার ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে
শুক্রবার (৭জুন) সন্ধ্যায় এস. এস. রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই প্রয়াত নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অ্যডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে.এম. হোসেন আলী হাসান। এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার এর আহবানে এই অনুষ্ঠানে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসহাক আলী, সহ-সভাপতি অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা বিমল কুমার দাস, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী মহিলালীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনাহেনা প্রমুখ ।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রয়াত বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ পাতার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠানে এসময়ে আরও বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা , সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা, পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দরা, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামজিক সংগঠনের নেতা কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
Leave a Reply