আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জে বিশ্ব রেড ক্রস ও রেডক্রিসেন্ট দিবস উদযাপন উপলক্ষ্য আলোচনা র্যালি প্রদর্শন করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, সিরাজগঞ্জ ইউনিটের আয়োজনে
সোমবার (৮ মে) সকাল ৯ টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কার্যালয়ে সন্মুখে হতে জাতীয় পতাকা রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করার পর কার্যালয়ের আলোচনা সভা করার পর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইসচেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোস্তফা কামাল খান।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সেক্রেটারি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের অন্যতম কর্মকর্তা ও জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না।
এসময়ে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, কর্মকর্তা আলহাজ্ব মোঃ তাজুল ইসলাম তাজ, যুব রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান মোছাঃ শাপলা খাতুন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ অন্যান্য কর্মকর্তা, সদস্যরা এবং সিরাজগঞ্জ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল কর্মসূচিতে অংশ গ্রহন করে।
উল্লেখ্য, বিশ্ব ‘রেডক্রস রেডক্রিসেন্ট ‘ দিবস ১৮২৮ সালের ৮ই মে সংস্থাটির প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বে এই দিনটি ‘রেডক্রস -রেডক্রিসেন্ট দিবস হিসেবে উদযাপন করা হয়। পৃথিবীকে আরও সংরক্ষিত ও শান্তি পূর্ণ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করারজন্য অপ্রতিরোধ্য হিসেবে কাজ করে যেতে চায় সংগঠনটি।
Leave a Reply