নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা দৈনিক ইত্তেফাক পত্রিকার বগুড়ার সাবেক ব্যুরো চিফ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ রবিবার( ৪ ফেব্রুয়ারি) সকাল১০ টার দিকে সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। বেশ কিছু দিন হলো জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী ।
বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরীর মৃতুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য ঢাকায় যান। সেখানে ল্যাবএইড হাসপাতালে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ আজাহার আলীর তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন তিনি।
Leave a Reply