আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা বিভিন্ন প্রকল্পে অধিগ্রহণকৃত ভূমির মালিক অনুকূলে ক্ষতিপূরণের এল এ চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলার বিভিন্ন প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমি মালিকদের মাঝে ক্ষতিপূরণের এলে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে চেক হস্তান্তর করেন , রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জি এস এম জাফরুল্লাহ।
এ সময়ে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম বার, পিপিএম বার, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান কবির,৷ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমাল হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা এস.এম.রবিন শীষ প্রমুখ।
জানা যায় যে, সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের ভুমি অধিগ্রহণ শাখার অধীন বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৩ টি প্রকল্পের ভুমি অধিগ্রহণ কার্যক্রম চলমান রয়েছে ।
সিরাজগঞ্জ ইকোনমিক জোন ও সাসেক সড়ক সংযোগ প্রকল্প অধীন মোট ৩০ জন ভুমির মালিকগণকে মোট টাকা ৩,১৩,৮৮,৪৮২/২৫ তিন কোটি ১৩ লক্ষ আটাশি হাজার চারশত বিরাশি টাকা পঁচিশ পয়সা মাত্র এর চেক হস্তান্তর করা হয় ।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে ছাদ বাগান পরিদর্শন শেষে কয়েকটি স্থানে বৃক্ষ রোপণ করেন। এসময়ে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার সাদাত উপস্থিত ছিলেন।
Leave a Reply