নজরুল ইসলাম,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ভোক্তা অধিকার পৃথক অভিযান চালিয়ে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ২৮ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে অভিযোগ প্রমানিত হওয়ায় এক নারী পেল আড়াই হাজার টাকা।
রোববার (৮অক্টোবর) দিনভর সদর ও উল্লাপাড়া উপজেলায় জাতীয় ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সদর উপজেলার বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে সিবিসি টেস্টের ফি বেশি গ্রহন ও মেয়াদোত্তীর্ণ কিট ব্যবহার করার অপরাধে ৫ হাজার, কফি লেমন জুস বারকে মেয়াদোত্তীর্ণ চকলেট পাউডার ও বিস্কুট দিয়ে জুস তৈরির অপরাধে ১০হাজার, কিংকো রেস্টুরেন্টকে উৎপাদনের ও মেয়াদোত্তীর্ণ তারিখ মোড়কজাত রুটি ব্যবহার করার অপরাধে ১হাজার টাকা ও উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারে ইবনে সিনা হারবালকে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতাদের প্রতারিত করার অপরাধে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও শহরের ভ্রাম্যমাণ চটপটি, ফুসকা ও ভাজাপোড়ার দোকানে তদারকি করা হয় এবং স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও পরিবেশনের পরামর্শ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
অপরদিকে ভোক্তা অধিদপ্তর সিরাজগঞ্জে দায়েরকৃত একটি লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। আফিফা খাতুন রিপা নামক এক ভোক্তা ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উল্লাপাড়া উপজেলার পাচলিয়া বাজারের রাবেয়া মেডিক্যাল হলের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অদ্য তারিখে শুনানির দিন ধার্য ছিল । শুনানিতে উভয় পক্ষ উপস্থিত ছিলেন। অভিযোগের পর্যালোচনা ও শুনানি শেষে অভিযোগটি প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নিয়ম অনুযায়ী জরিমানার ২৫% হিসেবে অভিযোগকারী আফিফা খাতুন রিপাকে ২হাজার ৫’শ টাকা প্রদান করা হয়। অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
এ সময় পুলিশ লাইন সিরাজগঞ্জ ও সদর থানা পুলিশের একটি চৌকস টিম এর সহায়তায় উপর্যুক্ত অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে এ কর্মকর্তা জানান।
Leave a Reply