শেখ মোঃ এনামুল হকঃ
বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) সিরাজগঞ্জ জেলা শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখা ও সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
আজ (১৭ মার্চ ২০২৪ইং) রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
রবিবার সকাল ১০টায় শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) সিরাজগঞ্জ জেলা শাখা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখা ও সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সকাল ১১টায় শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিশু বিভাগে ভর্তিকৃত রোগী শিশুদের নিয়ে কেক কর্তন ও শিশু ও শিশুদের অভিভাবকদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়।
বেলা ১২টায় শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে কনফারেন্স রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, হাসপাতালে ভর্তিকৃত শিশু রোগীদের নিয়ে কেক কর্তন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন বিএমএ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ জহুরুল হক রাজা ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: জাহিদুল ইসলাম হীরা।
বক্তব্য রাখেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম, বিএমএ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আকরামুজ্জামান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা: ওয়ালিউল্লাহ, শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী পরিচালক ডা: আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: ফরিদুল ইসলাম, শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: কামরুল হাসান পারভেজ, শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ইন্টার্নি ডাক্তার, নার্স, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল খালেক, পরিসংখ্যানবিদ আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক, জেল হোসেন, আরিফুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আয়েশা সিদ্দিকা, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার বেনজামিন শাকিল, সঞ্জয়, শাহিন রেজা, ইমাম হাসান সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply