আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ রোববার
বিএনপির- জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সিরাজগঞ্জে ঢিলেঢালা ভাবে পালিত হয়েছে।
ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার মহাসড়ক ও আঞ্চলিক সড়ক এবং সিরাজগঞ্জ শহরে হরতালের পক্ষে কোনো মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো । সড়ক ও মহাসড়ক গুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
অপরদিকে জেলা- উপজেলা, থানা এবং পৌর আওয়ামীলীগের উদ্যোগে- প্রতিবাদ মিছিল এবং শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হয়েছে।
সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বাজার স্টেশন, চৌরাস্তা, রেলগেট, কাজিপুর রাস্তা মোড়, চাঁন্দ আলী মোড়, ইবি রোড়ে, বাহিরগোলাবাজার কাঠেরপুল, সমাজকল্যাণমোড়, ও শিয়ালকোল বাজার এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করে । সড়ক ও মহাসড়ক গুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
শনিবার ঢাকায় বিএনপির- জামায়াতের পুলিশ হত্যা, পুলিশ বক্সে ও প্রধান বিচারপতির বাসভবনে আগুন দেওয়া হামলা তাণ্ডবের ঘটনায় গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের বিভিন্নস্থানে পুলিশের তল্লাশি ও বিশেষ অভিযান জেলার ১১টি থানায় বিএনপি-জামায়াতের ১৪৭ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা যায় যে,, গ্রেপ্তারকৃত ১৪৭ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সিরাজগঞ্জ সদর থানায়-৩৬ জন, কামারখন্দ থানায় -৬ জন, রায়গঞ্জ থানায়-১৮জন, সলঙ্গা থানায়- ৭জন, তাড়াশ থানায় -১১জন, বেলকুচি থানায় – ২৮ জন, কাজিপুর থানায় – ৭ জন, উল্লাপাড়া মডেল থানায় -১৩ জন,শাহজাদপুর থানায় -৯ জন, এনায়েতপুর থানায় – ১০জন এবং চৌহালী থানায় -২ জন।
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম পিএম জানান, ‘নাশকতা ও বিস্ফোরক মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আর হরতালে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন কেউ ঘটাতে না পারে এ জন্য পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।’
সিরাজগঞ্জ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র্যাব) এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘বিএনপি ও জামায়াত ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালের পরিস্থিত স্বাভাবিক রাখতে সিরাজগঞ্জ শহরে ৬টি ও অন্যান্য উপজেলায় ১৪টি বিশেষ টহল টিম কাজ করেছে।’
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৩৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply