আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“আসুন সবাই পলিথিন বর্জন করি ও পরিবেশ সংরক্ষণ ভূমিকা রাখি ” এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ সদর উপজেলার বানিয়াগাতী গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে শালুয়াভিটা বাজারে এক র্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ জুন) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা শালুয়াভিটা বাজারে পলিথিন বর্জন ও সচেতনতা বৃদ্ধির জন্য এক রালি ও আলেচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম।
সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বানিয়াগাতী গ্রাম সামাজিক শক্তি কমিটির সদস্যবৃন্দ এবং আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিজি কর্মসূচির শালুয়াভিটা শাখা অফিসের শাখা ব্যবস্থাপক দুলাল চন্দ্র মোহন্ত প্রমুখ।
এসময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শালুয়াভিটা বাজারে গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্র্যাক ইপিজি কর্মসূচির শালুয়াভিটা শাখা অফিসের কর্মসূচি সংগঠক বৃন্দ।
আলোচনা সভায় আলোচকগণ বলেন,
প্রতিটি বাড়িতে ২ টি গর্ত করে একগর্তে পচনশীল আবর্জনা অন্যটিতে পলিথিন রেখে পড়ে তা আবার নিরাপদ স্থানে নিয়ে আগুনে ফেলতে হবে।
Leave a Reply