আজিজুর রহমান মুন্না ,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে বাংলা সাহিত্যে পরিক্রমা, নন্দনতত্ত্ব ও সংস্কৃতি এবং উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে, ভিক্টোরিয়া হাইস্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে
মঙ্গলবার (৯ জুলাই) সকাল হতে দুপুর পর্যন্ত শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে উক্ত কর্মশালা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মাহমুদুল হাসান লালন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুনা রানী সাহা এবং স্মার্ট বাংলাদেশ -২০৪১ সাংস্কৃতিক অভিযাত্রা বিষয়ক সেমিনার -২০২৪ এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
উক্ত ২ টি কর্মশালা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক লায়লা ফেরদৌস হিমেল , ভিক্টোরিয়া হাই স্কুলের সদস্যসচিব ও প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম প্রমুখ ।
এসময়ে ভিক্টোরিয়া হাইস্কুলের শিক্ষক গণ এবং নবম ও দশম শ্রেণির ছাত্র-ছাত্রীরা কর্মশালায় উপস্থিত ছিলেন।
Leave a Reply