আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে ফায়ার সার্ভিসে ডুবুরী ইউনিট যুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে পৌর শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা।
মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. বিউটি সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের এ ডুবুরি ইউনিট থাকা জ্বরুরী, কারণ গত কয়েকদিন আগে যমুনা নদীতে সবুজ কানন স্কুলের ৯ ম শ্রেণীতে ছাত্র জাহিদুল ইসলাম জিহাদ, বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে দুপুরে ডুবে যায় তখন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের ইউনিট অনেক খোঁজা খঁজি করে ব্যর্থ হয়। পরে রাজশাহী থেকে ডুবুরি ইউনিট আনা হয়। ঠিক ডুবুরী টিম আসতে আসতে সেই পানিতে পড়া মানুষজন মারা যায়। তাই আমি হুঁশিয়ারি করে বলতে চাই খুব দ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে ডুবুরি ইউনিট সংযুক্ত করতে হবে অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলন করা হবে। আমরা চাইনা আর কোন মায়ের কোল খালি হোক। মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক এনামুল হক, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন রিপন, মো. হাফিজুল ইসলাম, মঞ্জুর রহমান মন্ডল শিক্ষার্থীর উম্মে তাসলিমা, আর্তী উপমা সরকার সহ- অন্যন্য শিক্ষকগণ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দরা।
Leave a Reply