আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ জেলা শাখার আয়োজনে,এক প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে এক প্রস্তুতি আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজ জেলা শাখা’র সভাপতি আশিষ কুমার, সহ-সভাপতি আরিফ হোসেন, সোহেল রানা, সদর উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক নকুল কুমার সাহা, শহিদুজ্জামান পলাশ, এস.বি শাহিন রেজা প্রমুখ। এসময়ে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক- শিক্ষকা উপস্থিত ছিলেন।
প্রস্তুতি আলোসভায় বক্তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করার জোর দাবি জানাই। আমাদের দাবি মেনে নিন অন্তবর্তী কালীন সরকার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন হয়। কিন্তু সহকারী শিক্ষকরা এখন পর্যন্ত তৃতীয় শ্রেণি পদমর্যাদা সম্পন্ন ১৩তম গ্রেডে রয়েছেন। অথচ একই যোগ্যতা নিয়ে মাধ্যমিকের সহকারী শিক্ষক, পুলিশের সাব-ইন্সপেক্টররা দশম গ্রেডে বেতন পাচ্ছেন।
এইচএসসি সমমান ডিপ্লোমা পাসে নিয়োগপ্রাপ্ত নার্সদের বেতন ১০ম গ্রেডে। এসএসসি সমমানে কৃষি ডিপ্লোমায় নিয়োগপ্রাপ্ত একজন উপসহকারী কৃষি কর্মকর্তা বেতন পান ১০ম গ্রেডে। আর শিক্ষকরা কঠোর পরিশ্রম করেও তৃতীয় শ্রেণির কর্মচারীর মর্যাদায় রয়েছেন। তাই ১৩তম গ্রেড উন্নীত করে ১০তম গ্রেড দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান শিক্ষকেরা।
Leave a Reply