নজরুল ইসলাম:
সারা দেশের ন্যায় নানা আয়োজনে সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে জেলা পরিষদের চেয়ারম্যান মো.শামিম তালুকদার লাবু এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে
জেলা ট্রেনিং অফিসার ডা: মো. হাবিবুর রহমান,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রাণিসম্পদ প্রদর্শণী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা: মো. আলমগীর হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসনা হেনা, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া মুন্সী, গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রদর্শনী অনুষ্ঠানে মোট ৩৫ টি স্টল স্থান পেয়েছে। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অফিস আজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply