আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র প্রতিবন্ধী ও উন্নয়ন কর্মসূচির উদ্যোগে- প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর এম.এ. মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটাল সিরাজগঞ্জ ও সাইটসেভার্স এর আর্থিক সহযোগিতায়-
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ পৌরএলাকার এনডিপি’র মাছুমপুর শাখা অফিসে – অনুষ্ঠিত প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের জন্য বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের অন্যান্য রোগের জন্য বিশেষ চক্ষু ক্যাম্পে ৩৫ জন প্রতিবন্ধী এবং ১২৭ জন প্রবীণ ব্যক্তিকে সেবা প্রদান করা হয়। তাদের প্রত্যেককে চশমা এবং ঔষধ দেওয়া হয়। এছাড়াও তাদের মধ্যে থেকে ১৫ জন প্রবীন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করার জন্য সিরাজগঞ্জ চক্ষু হসপিটালে ভর্তি করা হয়েছে। যা আগামি শনিবার ২৩ সেপ্টেম্বর-২০২৩ তারিখে তাদের চোখের ছানি অপারেশন সম্পন্ন হবে। উক্ত ক্যাম্পটির শুভ উদ্বোধন করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।
উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন, সাইটসেভার্স এর প্রতিনিধি ইনক্লোশন অফিসার টি,এম, মাহমুদুল হাসান এবং এনডিপি মাছুমপুর শাখার সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ শামীমুর রহমান শামীম ও প্যারামেডিক মোছাঃ শামিমা খাতুন প্রমুখ। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মোহাম্মদ আলী তালুকদার, সিনিয়র অফথ্যালমিক প্যারামেডিক, মোঃ জিয়াউল কবির রিফ্লেকশনিষ্ট ও সাদ ইবনে তালহা অর্গানাইজার। ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা তাদের মধ্য থেকে মাসুমপুরের আঃ জলিল সেখ (৬৪), মোছাঃ মরিয়ম খাতুন(৫৭), কল্যানী থেকে আসা মোঃ মকবুল হোসেন(৬৬) এবং রায়পুর থেকে সেবা নিতে আসা মোছাঃ ভানি বেগম বলেন এই ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা করতে পেরে এবং ছানি অপারেশন ফ্রি করতে পারব বলে তারা বলেন অর্থনৈতিক ভাবে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বলে অনুভূতি ব্যক্ত করেন এবং তাদের দ্বারা নিজে টাকা খরচ করে অপারেশন করা সম্ভব হতো না বলে তারা জানান। তারা আরো বলেন, এরকম চক্ষু ক্যাম্প এনডিপি ও সাইটসেভার্স সিরাজগঞ্জের সকল গ্রামে হলে অতিদরিদ্র পরিবারের লোকজন সহযোগিতা পাবে বলে এনডিপি ও সাইটসভার্স এর কর্মকর্তাদের দৃষ্টি কামনা করেন।
Leave a Reply