আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার “শিখবো সবাই” প্রকল্পের আওতায় – প্রতিবন্ধিতা সম্পর্কিত জাতীয় আইন এবং আন্তর্জাতিক সনদঃ ওপিড এর ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এফ.সি.ডি.ও র সহযোগীতায়, দু’দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনি দিন,
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল হতে বিকেল পর্যন্ত শহিদ নগর, কামারখন্দ এনডিপি এনজিওর প্রশিক্ষণ কেন্দ্রে, উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে পাঁচ ওপিডি হতে পাঁচজন করে দলনেতা প্রশিক্ষণ পরিচালনা করে। প্রশিক্ষণে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সাইট সেভার্স্ট বাংলাদেশ, সিডিডি, জিইউকে, কেপিইউএস এর প্রতিনিধিগণের মধ্যে উপস্থিত ছিলেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রোগ্রাম টিম লিড গোলাম ফারুক হামীম, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী লিটন বারুরী।
প্রশিক্ষণে সিরাজগঞ্জ ও নরসিংদী জেলা হতে ৫ টি ওপিডি- আলোর প্রদীপ, সফল, সিরাজগঞ্জ সদর, আরইপিডি এবং এসপিএএস তাড়াশ উপজেলা এবং স্পন্দন ওপিডি, নরসিংদী সদর উপজেলা অংশ গ্রহণ করে। দু’দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করেন, ৫ টি ওপিডি থেকে ৫ জন দল নেতা এ প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য ‘ জাতীয় ও আন্তর্জাতিক আইন ও সনদে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার, বিশেষ করে শিক্ষার অধিকার বিষয়ে।
Leave a Reply