আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি গোলাম মোস্তাফা হত্যাকারী চার্জশীট ভুক্ত আসামীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ পৌর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও তার বিভিন্ন অংগ সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের আয়োজনে- এ মানববন্ধনে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক এবং ৭ নং ওয়ার্ড রানীগ্রাম বাসিন্দাদের মধ্যে হতে বক্তব্যে রাখেন, মোঃ আকরাম হোসেন হীরা, মোছাঃ উর্মী খাতুন, মারিয়া আক্তার, আসাদ, হাসিনা, মনিজা রুবেল, শিখা খাতুন, নাজমা খাতুন প্রমুখ। উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করা হয়।
জানা যায় যে, উক্ত হত্যা মামলা সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিলো। যাহার মামলা নং- জিআর -৫০৬/১৮(সিরাজ)। মামলাটির সাক্ষী প্রমানাদি গ্রহন করা হলেও আসামীদের বিরুদ্ধে কোন স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। সুবিচারের দাবি বিভিন্ন সময়ে মানববন্ধন করা হয়েছে। এমতাবস্থায় মামলাটি দ্রুত বিচার আইনে আওতায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জন্য এ কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য,গত ৩ অক্টোবর-২০১৮ খ্রীঃ নিমর্মভাবে ওয়ার্ড আওয়ামী যুবলীগ গোলাম মোস্তফা কে হত্যা করে চার্জশিট ভূক্ত আসামী মোঃ তারেক পিতা- আব্দুস সামাদ, ওয়ার্ড বিএনপি নেতা হানিফ বাবু গংরা ।
Leave a Reply