নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কর্তৃক ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ ফজলে মাসুদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৯ ডিসেম্বর ৫.২০ ঘটিকা ও ৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ থানাধীন পৌরসভার অর্ন্তগত মারওয়ারী পট্টি মুজিব সড়ক সাকিনস্থ মোঃ ইছুব আলী(৪৫), পিতা-মৃত শাহজামাল শেখ এর মনোহারী দোকানের সামনে ও সিরাজগঞ্জ থানাধীন কুশাহাটা আনছার মোড় সংলগ্ন মোঃ শহিদুল ইসলাম(৩২), পিতা-মৃত আঃ মালেক এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আসামী ১। মোঃ আব্দুল আহাদ জনি(৪০), পিতা-মোঃ আঃ হান্নান, মাতা-মোছাঃ আরজু বেগম, সাং-মারওয়ারী পট্টি(মুজিব রোড)(রেজিষ্ট্রী অফিসের সামনে) ২। মোঃ সোহেল রানা(৩১), পিতা-মৃত মনসুর আলী, মাতা-মোছাঃ মাহেলা বেওয়া, সাং-দত্তবাড়ি (হাকিম নেতার বাড়ির সামনে), উভয় থানা ও জেলা-সিরাজগঞ্জদ্বয় এর হেফাজত হইতে জব্দকৃত ৯০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply