নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু পশ্চিম থানা কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ৪০ বতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার ( ১১ নভেম্বর ২০২৩ খ্রিঃ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)।
বিজ্ঞপ্তিতে জানানো হয় সিরাজগঞ্জ জেলা মাননীয় পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরে অভিযান পরিচালনা করে মোটর সাইকেলসহ আসামী ১। মোঃ লুৎফর রহমান (৩৬), পিতা- মৃত আবুল কাশেম, গ্রাম- বিন্যাফৈর বাজার, ২। মোঃ জাহাঙ্গীর আলম, পিতা-মৃত আরফান আলী, গ্রাম-দাইন্যা শিবরাম, উভয় থানা ও জেলা- টাঙ্গাইলদ্বয়কে রাত্রি ২০:১৫ ঘটিকার সময় ০৬ (ছয়) কেজি গাঁজাসহ আটক করা হয়।
এ ছাড়া বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন গোলচত্বরে অভিযান পরিচালনা করে শ্যামলী পরিবহনের যাত্রী ১। আয়নাল(৩৬), পিতা-মোঃ গোলজার হোসেন, ২। আলী আহাম্মদ(৩৬), পিতা-মোঃ ইয়াকুব আলী, উভয় সাং-চাবাতলি, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জদ্বয়কে রাত্রি ২৩:১৫ ঘটিকার সময় ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
এ সংক্রান্তে পৃথক পৃথক দুটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply