নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় ডিআইজি, রাজশাহী রেঞ্জ এর যোগদান করেছেন।
অদ্য বুধবার (১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) সন্ধ্যা সাড়ে ৭.০০ ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেড, পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ আলমগীর রহমান এবং সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
ডিআইজি মহোদয় কল্যাণ সভায় অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শুনে তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের সিদ্ধান্ত প্রদান করেন এবং তাঁর বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্), জনাব মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল, অমৃত সূত্রধর, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল, মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল,মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার, কেপিআই, সিরাজগঞ্জ, অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ- সহ সকল পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ।
Leave a Reply