আলী আশরাফ,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা মোরাদুজ্জামান এর পুত্র ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজ্জামান।
আজ বুধবার (০৭ আগষ্ট ২০২৪) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থল নিউ কমিউনিটি ক্লিনিক এর সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করার আগে সকলের উদ্দেশ্যে মির্জা মোস্তফাজ্জামান বলেন, আজ ছাত্র-জনতা দেশটাকে পরিষ্কার করেছে। দেশটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে কিছু ধ্বংসস্তুপের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ধ্বংসস্তুপ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরোও বলেন, ছাত্রদের ৯ দফা থেকে ১ দফা বাস্তবায়নের সময় কিছু দুষ্কৃতিকারীরা লুটপাট করেছে। দেশ নায়ক তারেক জিয়ার কঠোর নির্দেশে দুষ্কৃতিকারীদের লুটপাট বন্ধের কঠোর নির্দেশনা দিয়েছে। কোন বিএনপি নেতাকর্মীরা লুটপাট করতে থাকে, বাড়িঘর ভাংচুর করতে থাকে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আর দৃষ্কৃতিরা যদি লুটপাট, ভাংচুর করতে থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের সময় নিউ কমিউনিটি ক্লিনিকের এমপি ডা: আব্দুল আজিজ, সিরাজগঞ্জ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার ও স্বেচ্ছাকর্মীরা।
এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রদেরও পরিষ্কার পরিচ্ছন্নতা করতে দেখা গেছে।
Leave a Reply