বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও হরতাল প্রতিহত করতে নেতাকর্মী নিয়ে মাঠে নেমে শান্তি সমাবেশ করেছেন সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি। আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিরাজগঞ্জেও শান্তি সমাবেশ পালিত হয়েছে ।
রবিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বরে আয়োজিত এ শান্তি সমাবেশে কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, বিএনপির হরতাল-নৈরাজ্যে সকলকে কঠোর হস্তে দমন করতে হবে। কানাডার আদালতে ৫বার প্রমাণিত সন্ত্রাসী দল, অগ্নি-সন্ত্রাসী দল বিএনপি আবারো তাদের পুরানো খেলায় মেতে উঠেছে। সমাবেশের নামে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসায় আগুন, চলন্ত বাসে আগুন, হাসপাতালে আগুন, পুলিশ, সাংবাদিক ও জনসাধারণের উপর হামলা, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও বিভিন্ন জায়গায় বাসে অগ্নি সংযোগ করে বিএনপির কর্মী সমর্থকেরা।
যুদ্ধের সময়ও কোথাও হাসপাতালে আক্রমণ করার বিধান নেই। আর বিএনপি হাসপাতালে আগুন দেয়ার মতো জঘন্য ও ন্যাক্কারজনক সেই কাজ করেছে। খুনিদের কোন প্রকার মাফ নাই এবং সিরাজগঞ্জে তাদেরকে আর দাড়াতে দেয়া হবেনা। দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্য, বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিরুল পারভেজের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এই হত্যাকান্ডের দ্রুত বিচার দাবি করেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আওয়ামীলীগ নেতা ইসহাক আলী, ফিরোজ ভূইয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
Leave a Reply