তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের এ কারাদণ্ড দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে জেলার চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চৌহালী উপজেলার পশ্চিম কোদালিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও গোলাম মোস্তফার ছেলে জুয়েল সেখ (২০)।
ইউএনও মাহবুব হাসান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে যমুনা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জেলেদের কাছ থেকে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জোতপাড়া নৌকাঘাটে পুড়িয়ে ধ্বংস করা হয়। সেই সঙ্গে উদ্ধারকৃত তিন কেজি ইলিশ মাছ স্থানীয় মাদরাসায় দেওয়া হয় বলে জানান ইউএনও।
Leave a Reply