আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামে আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে উত্তরবঙ্গের সর্ববৃহৎ নির্মিত ”বৃদ্ধাশ্রম হেনরীভূবন’ উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ-কামারখন্দ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নারীনেত্রী ড. জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শামীম হোসেন তালুকদার লাবু দম্পতি ২০১৮ সালে এ বৃদ্ধাশ্রম নির্মানের উদ্যোগ নেন। সিরাজগঞ্জ সদর উপজেলা রতনকান্দি ইউনিয়নের গজারিয়ায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পাশে গড়ে তোলেন, ড. জান্নাত আরা হেনরী তার নিজস্ব অর্থায়নে ৫৯৪ শতাংশ জায়গার উপর নির্মাণ করেন অত্যাধুনিক এবং সুযোগ-সুবিধা সম্বলিত দৃষ্টি নন্দিত বৃদ্ধাশ্রম হেনরি ভূবন। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত ৫৬ টি কক্ষে মোট ১১২ জন বৃদ্ধ /বৃদ্ধা বাবা-মায়েরা থাকতে পারবেন। আনুষ্ঠানিক ভাবে এই বৃদ্ধাশ্রমটি
শুক্রবার (৩ মে) বিকাল ৩ টার দিকে হেনরী ভূবন বৃদ্ধাশ্রমের চেয়ারম্যান, সিরাজগঞ্জ-০২ নবনির্বাচিত এমপি, ড. জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম বৃদ্ধাশ্রমটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, এমপি এসময় তিনি তার বক্তব্য বলেন, বাবা-মা নিজেরা না খেয়ে, ভালো পোষাক না পরে খাইয়েছেন, পড়িয়েছেন। আমরা যেন এটা ভূলে না যাই সবাইকে মনে রখতে হবে আমি ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী লাবু ভাইকে ধন্যবাদ জামাই এমন একটি ভালো কাজের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, অনেকেরই অনেক সম্পদ বা কোটি কোটি টাকার মালিক হয়েছেন এমন কাজের উদ্যোগ গ্রহণনকরতে পারেন নি। আমরা যেন ভালো কাজ করতে পারি
।আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গ কন্যা শেখ হাসিনা এর নেত্বত্ন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের মানুষের মুখে হাসি ফুটাতে, কাজ করছেন তিনি। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এমন মানবিক কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো আমরা যদি সেটা করতে পারি তাহলে সেই লক্ষ্য পূরণ হবে। বঙ্গবন্ধু ওতার কন্যা সহ এই এলাকার আওয়ামী লীগের বর্তমান ও সাবেক এমপি মন্ত্রীদের কারণে সিরাজগঞ্জে অনেক উন্নয়ন করা হয়েছে।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ও হেনরী’র ভূবন বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ড.জান্নাত আরা হেনরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ -(১) কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম. সোহেল, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম. আব্দুর রহিম পাকন প্রমুখ। এসময়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু ইউসূফ সূর্য , বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী সহ জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা, সুধীজন, গুণীজন, শিক্ষক, কবি, সাহিত্যিকগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য গণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন পেশাজীবি মানুষেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার
পর মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিরাজগঞ্জ এর শিল্পীবৃন্দরা।
Leave a Reply