নিজস্ব প্রতিবেদকঃ আজ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে অদ্য বুধবার ( ১১ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
Leave a Reply