নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের সদ্য যোগদানকারী “নবাগত পুলিশ সুপার এর এনায়েতপুর থানা ও বেলকুচি থানা পরিদর্শন করেছেন।
রবিবার (০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি:) বিকাল ১৬.০০ ঘটিকায় নবাগত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন গত ৪ আগস্ট দুষ্কৃতিকারী কর্তৃক দেওয়া আগুনে পুড়ে যাওয়া এনায়েতপুর থানা ভবন পরিদর্শন করেন। পরবর্তীতে এনায়েতপুর অস্থায়ী থানা ভবনে কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সেই সাথে থানায় আগত এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে নবাগত পুলিশ সুপার বেলকুচি থানা পরিদর্শন করেন। থানার সকল অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্) মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (কেপিআই), অতিরিক্ত দায়িত্বে বেলকুচি সার্কেল, সিরাজগঞ্জ, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সগণ।
Leave a Reply