নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের নবাগত পুলিশ সুপার যোগদান ও দ্বায়িত্বভার গ্রহন করায় বিশেষ কল্যাণ সভা ও বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য রবিবার( ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ) সকাল ১০.৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্স শহীদ বীরমুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলার সকল থানা, কোর্ট, ডিবি, ডিএসবি, ফাঁড়ি, ক্যাম্প, ট্রাফিক, পুলিশ লাইন্সসহ আগত ইনচার্জ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরে পুলিশ সুপার পুলিশ লাইন্সের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এরপর দুপুর ২.০০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্),মোহাম্মদ হান্নান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি), মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, শাহজাদপুর সার্কেল, বিনয় কুমার, অতিরিক্ত পুলিশ সুপার, রায়গঞ্জ সার্কেল, অমৃত সূত্রধর, সহকারী পুলিশ সুপার, উল্লাপাড়া সার্কেল,মোঃ আদনান মুস্তাফিজ, সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল,মোঃ রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার (কেপিআই), সিরাজগঞ্জ, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, সিরাজগঞ্জসহ সকল থানার অফিসার ইনচার্জ, অন্যান্য ইউনিট ইনচার্জ, আরআই, পুলিশ লাইন্সসহ বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সগণ।
Leave a Reply