আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা পরিষদ উপ-নির্বাচনে জীপ গাড়ি প্রতিকের শামীম তালুকদার লাবু বিপুল ভোটে বিজয়ী হওয়ায় সিরাজগঞ্জ পৌরওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালক, সাবেক পৌরকাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ আব্দুস সাত্তার ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
রবিবার (১০ মার্চ) রাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ বাসভবনে জীপ গাড়ি প্রতিকে বিজয়ী শামীম তালুকদার লাবু বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানকালে ১৫ টি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ছাড়াও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত শনিবার ৯ মাচ-২০২৪ খ্রীঃ মোঃ শামীম তালুকদার লাবু জেলা পরিষদ উপ-নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করেন। বিজয় ঘোষণা করার পর তিনি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এবং তার সুযোগ্য গর্বিত পিতা
মুক্তিযুদ্ধের সংগঠন, একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক, জেলা আওয়ামী লীগের আমরণ সভাপতি, মরহুম মোতাহার হোসেন তালুকদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার পর তাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া কামনা করেন।
Leave a Reply