নিজস্ব প্রতিবেদক:
পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদাান করা হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সেই নির্দেশনার প্রতি সম্মান রেখে অদ্য বুধবার (৫ এপ্রিল ) সিরাজগঞ্জের পিপুলবাড়ীয়া বাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির।
এ সময় সহকারি কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এবং টহল টিমের উপস্থিতিতে কাঁচাবাজার, মুদি দোকান, রমজানের ইফতারি সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।
এসময় একজন ব্যবসায়ীকে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির কারণে নগদ ৫,০০০/- অর্থদণ্ড দেয়া হয়। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে কিনা তা মনিটরিং করা হয়।
রমজানজুড়েই বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply