নিজস্ব প্রতিবেদক:
সুজলা-সুফলা শস্যশ্যামলায় ভরপুর বাংলাদেশ আজ শ্রীহীন হয়ে পড়ছে। অভাব ও দারিদ্র্যের কশাঘাতে আজকের জনজীবন দুঃখ ও হাহাকারে পূর্ণ। মানুষের ওপর চেপে বসেছে দ্রব্যমূল্য বৃদ্ধির ঘোটক। জীবনধারণের উপযোগী প্রতিটি জিনিসের অগ্নিমূল্য। চাল, ডাল, মাছ, মাংস, তেল, তরিতরকারি, ফলমূল, চিনি, লবণ, গম, আটা, রুটি, বিস্কুট ইত্যাদি দ্রব্যের মূল্য আগের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মেহনতি মানুষের নাভিশ্বাস উঠেছে।
তারই পরিপেক্ষিতে অদ্য শুক্রবার (২৪ মার্চ) সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার পরিদর্শন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ থানা পুলিশ ও বিভিন্ন উপজেলা প্রশাসন।
এ সময় সহকারি কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এবং টহল টিমের উপস্থিতিতে কাঁচাবাজার, মুদি দোকান, রমজানের ইফতারি সামগ্রীর বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। প্রতিটি দোকানে দ্রব্যমূল্যের তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেন। এ সময় কয়েকটি দোকানের ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়।
রমজানজুড়েই বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এ দিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার, তাড়াশ এর নির্দেশনা ও তত্ত্বাবধানে আজ তাড়াশ উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটর করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করার অপরাধে ২জনকে অর্থদন্ড প্রদান করা হয়। তাড়াশ থানা পুলিশ বাহিনী এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনিও।
Leave a Reply