এনামুল হক, সিরাজগঞ্জঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর ২০২৩ইং) ভোর সাড়ে ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল সাড়ে ৯ ঘটিকায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানি। বেলা সাড়ে ১১ ঘটিকার সময় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ।
প্রধান অতিথির বক্তৃতায় রুমানা মাহমুদ বলেন, ৩০ সেপ্টেম্বর ১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের মহাবানী ও আলেম ওলামা কে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল প্রতিষ্ঠিত করেছিলো। ওলামা দল হাঁটি হাঁটি পা পা করে গৌরব ও ঐতিহ্যর সাথে ৪৪বছর পার করছে। ওলামা দলের সফলতা কামনা করে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের আলেম ওলামারা সবচেয়ে বেশি নির্যাতিত তাদেরকে বিনাকারণে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে। অনেক আলেম ওলামা কে গুম করা হয়েছে। সকল নির্যাতনের মাঝেও আজ আলেম ওলামা রা ঐক্যবদ্ধ। সকল শ্রেণীর মানুষেরা আজ ঐক্যবদ্ধ এই ভোট চোর সরকারের বিরুদ্ধে। আগামীতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই ভোট বিহীন নিশি রাতের সরকারের পতন হবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী বিভাগীয় ওলামা দল সম্মেলন প্রস্তুতি সমন্বয় কমিটির সহকারী সমন্বয়ক শেখ মোঃ এনামুল হক, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া টুটুল, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওঃ মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক জামিল আহমেদ, তাড়াশ উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোঃ মুস্তাকিম বিল্লাহ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের আহবায়ক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক ও পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম,প্রচার সম্পাদক আলমগীর হোসেন জুয়েল, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম, সিনিয়র সহ-সভাপতি আজাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রেজাউল জোয়ার্দার, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান আকন্দ, সদস্য সচিব টিএম শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রঞ্জু,জেলা মৎস্যজীবি দলের আহবায়ক মনিরুজ্জামান বাবু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী জেয়ার্দার, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সদর উপজেলা কৃষক দলের সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসাইন সবুজ, সদর উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ওমর ফারুকসহ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি, জেলা ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মীসহ বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নুরনবী হোসাইনী।
Leave a Reply