আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটারেট ৪৪ বছর পূর্তি উৎসব উপলক্ষে মুক্তির সোপানে পুস্পস্তবক অর্পন, জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সন্ধ্যায় আলোচনা সভা, গুণিজন সংবর্ধনা নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে সংবর্ধিত হয়েছেন , বিশিষ্ট মঞ্চ ও টিভি অভিনেতা তোফা হাসান।
শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭ টায় সিরাজগঞ্জ শহরের শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে প্রথম দিনে-রাতের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য বিশিষ্ট নাট্যকার মমিন বাবু, নাট্যফেডারেশন সভাপতি হাফিজুর সামাদ প্রমুখ।
সভাপতিত্ব করেন, তরুণ সম্প্রদায়, গ্রুপ থিয়েটারের প্রধান পরিচালক আসাদ উদ্দীন পবলু।
স্বাগত বক্তব্য রাখেন, তরুণ সম্প্রদায়ের গ্রুপ থিয়েটারের পরিচালক সংগঠন ফরিদুল ইসলাম সোহাগ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, নাট্য অভিনেতা এ,কে আজাদ।
রাত ৯ টার দিকে অনুষ্ঠানের আলোচনা সভা শেষে নাটক ” বাউথ নামা ” রচনা ও নির্দেশনায় আমিনুর রহমান মুকুল। পরে নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে প্রথম দিন-রাতের অনুষ্ঠানের সমাপনী ঘটে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দর্শকশ্রোতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply