এনামুল হক, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে ২৫০ জন দুঃস্থ্য, অসহায়, গরীবদের মেনমানদারী করার পর প্রতিটি মেহমানকে ১’শ টাকা দিয়ে সম্মানিত করলেন হাজী আব্দুস সাত্তার। এলাকায় অসহায়, দুঃস্থ্য, গরীব নিজ হাতে মান সম্মত খাবার পরিবেশন ও নিজ হাতে অর্থ প্রদান করেছেন তিনি। প্রতি শুক্রবারে মেহমানদারী ও মেহমানদের সম্মানি করার ঘোষণা দিয়েছেন তিনি।
(২৯ সেপ্টেম্বর ২০২৩ইং), শুক্রবার জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধিস্থ মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জে সততা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড কার্যালয়ে সামনে ২৫০ জন দুঃস্থ্য, অসহায়, গরীবদের মেনমানদারী করার পর প্রতিটি মেহমানের হাতে ১’শ টাকা করে হাতে তুলে দেন সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার। মেহমানদারীর মধ্যে সাদা ভাত, মুরগীর মাংস, ডাউল, দই ও ১’শ টাকা নিজ হাতে পরিবেশন করেন সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার।
প্রতিটি শুক্রবার আসলে উপস্থিত শত শত অসহায়, গরীবদের হাতে ১’শ টাকা করে তুলে দিতেন হাজী আব্দুস সাত্তার। অসহায়, গরীব, চক্ষু লজ্জায় ভয়ে কারও কাছে হাত পাতে না এমন ব্যক্তিকে গোপনে প্রতি শুক্রবারে নগদ টাকা দিয়ে সহায়তা করে থাকেন সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক পৌর কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ আব্দুস সাত্তার । কিন্তু ২৯ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখে ২৫০ জন মেহমানকে মেহমানদারী করার পরও প্রত্যেক মেহমানদেরকে ১’শ টাকার একটা নোট তুলে দেন।
উল্লেখ্য, প্রতি শুক্রবারে হাজী আব্দুস সাত্তার এর সাথে মোসাফা ও দেখা করতে অতি আগ্রহ নিয়ে বসে থাকেন শত শত অসহায়, গরীব দুঃস্থ্যরা। হাজী আব্দুস সাত্তার উপস্থিত শত শত অসহায়, গরীবদের সাথে মোসাফা করে তাদের হাতে একটা ১’শ টাকার নোট গুজে দিতেন। শত শত অসহায়, গরীব দুঃস্থ্যরা মহান রব্বুল আলামিনের কাছে কান্না জড়িত কণ্ঠে হাজী আব্দুস সাত্তার জন্য দোয়া করতে থাকেন।
অসহায়, গরীব ও দুঃস্থ্যদের হাতে টাকা তুলে দেওয়ার সময় মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, এক্সিকিটিভ সেলস্ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর হাজী আব্দুস সাত্তার বলেন, একদিন এই পৃথিবীতে এসেছি। মহান আল্লাহ ডাকে একদিন চলে যাব। চলে যাওয়ার সময় ধন সম্পদ নিয়ে যেতে পারব না। গরীব,অসহায় ও দুঃস্হদের দান করলে সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ নিয়ে কেউ কবরে যাবে না। আমিও সম্পদ নিয়ে কবরে যাব না। যতদিন মহান রব্বুল আলামিন বেঁচে রাখবেন ততদিনই গরীব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করে যাব ইনশাআল্লাহ।
Show quoted text
Leave a Reply