আলী আশরাফ, সিরাজগঞ্জ : ওমরা পালন শেষে দেশে ফিরেই তীব্র তাপদাহে সুমিষ্ট শীতল শরবত বিতরণ শুরু করেছে হাজী আব্দুস সাত্তার।
১৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ওমরা পালন করতে সৌদি আরবে অবস্থান করেন, সিরাজগঞ্জ পৌর আওয়ারমীগের ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার। ৩০ এপ্রিল ২০২৪ইং তারিখে দেশে সিরাজগঞ্জে অবস্থান নেন হাজী আব্দুস সাত্তার।
সিরাজগঞ্জে অবস্থান নিয়ে তীব্র তাপদাহে সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড ধানবান্ধি, মতি সাহেবের ঘাট, ইসলামিয়া সরকারি কলেজ মাঠ সহ শহরের বিভিন্ন স্থানে তৃষ্ণার্ত শিশু, বৃদ্ধ, শ্রমজীবী মানুষদের মাঝে সুমিষ্ট শীত শরবরত বিতরণ শুরু করেছেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
জানা যায়, ৩টি ভ্যানগাড়ি যোগে শীতল সুমিষ্ট শরবত তৈরী করে ধানবান্ধি সহ শহরের বিভিন্ন ঘুরে ঘুরে শরবত খাওয়াচ্ছেন। তৃণমূল পর্যায়ে দু:স্থ্য, অসহায়, বৃদ্ধ, দিনমজুর ব্যক্তিবর্গ শীতল সুমিষ্ট শরবত পান করে হাজী আব্দুস সাত্তারের জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন।
সুমিষ্ট শীত শরবরত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অসহায়, গরীব ও দুস্থ্যদের হাতে টাকা তুলে দেওয়ার সময় মেসার্স এস কন্সট্রাকশন এর ম্যানেজার রুহুল আমিন অপু, এক্সিকিটিভ সেলস্ সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, ক্রিকেটার্স ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন অব কোয়াব সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠিক সম্পাদক খালেদুজ্জামান জুয়েল, জাহিদ হাসান, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা ও কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
Leave a Reply