নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কর্তুক চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
আজ ( ১০ নভেম্বর) শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর সার্বিক তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ১০ নভেম্বর শুক্রবার সময় ৩.১০ ঘটিকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর চট্টগ্রাম হতে পাবনাগামী PABNA EXPRESS নামক বাসে তল্লাশী চালিয়ে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সোহাগ প্রামানিক (২৬), পিতা- মোঃ মজনু প্রামানিক, মাতা- মোছাঃ আলেয়া খাতুন, সাং-বকচর, নতুন ভাড়াঙ্গা ইউপি, থানা-বেড়া, জেলা- পাবনা ও ২। মোঃ আব্দুল মোনাফ (৩৬), পিতা- মোঃ নুরুল ইসলাম, মাতা- মোছাঃ লায়লা বেগম, সাং-কাটাবনিয়া, সাবরাং ইউপি, থানা- টেফনাফ, জেলা- কক্সবাজারদ্বয়ের নিকট হতে সর্বমোট ৪,০০০(চার হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর পিসি/পিআরঃ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ০১টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply