নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার(২১ আগস্ট) সন্ধ্যায় জেলা শহরের বাজার স্টেশনের সম্পা সুইটস হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, নাটোরের লালপুর থানার মনিহার গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে ইমন আলী (২০) ও একই থানার রামকৃষ্ণপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে শামীম আহম্মেদ (৩০)।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ২১/০৮/২০২৩ খ্রিঃ ৫.৫০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন সম্পা সুইটস্ এন্ড কনফেকশনারী সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply