নিজস্ব প্রতিবেদক:
জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
সোমবার ( ০১ মে ২০২৩ খ্রি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মান্যবর পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ পুলিশের এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক বিপিএম এর নেতৃত্বে, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হক ও ফোর্স’সহ একটি আভিযানিক দল ৩০ এপ্রিল ১০.১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন পৌরসভাস্থ বাজার স্টেশন সংলগ্ন শম্পা হোটেলের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ১। মোঃ মঞ্জু শেখ(৩৫), পিতা-মোঃ আঃ মতিন শেখ, মাতা-মোছাঃ মনোয়ারা বেগম, সাং-ভবানীপুর আরাফাতগাড়ী, থানা-শেরপুর, জেলা-বগুড়া ২। মোঃ শাহিন মিয়া(৪৫), পিতা-মৃত বাহাদুর আকন্দ, মাতা-মৃত সূর্যবান বেগম, সাং-তেতুলীয়া, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জদ্বয়’সহ গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা রুজু করে আসামীদ্বয়’কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply