নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা গায়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: জুলহাজ উদ্দিন বিপিএম,পিপিএম।
জানা গেছে, মো: জুলহাজ উদ্দিন দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেন।
শুক্রবার (২০ অক্টোবার) তাকে সিরাজগঞ্জ জেলার ডিবি পুলিশের ওসির দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) আব্দুর রহিম জানান, ডিবির নতুন ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: জুলহাজ উদ্দিন।
এ বিষয়ে মো: জুলহাজ উদ্দিন বলেন ২০ অক্টোবার শুক্রবার সিরাজগঞ্জ জেলা গায়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে যোগদান করি। তিনি সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াতে। তিনি জেলার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।
এ দিকে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করায় পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম’কে জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জের পক্ষ হতে অভিনন্দন ও শুভকামনা হয়েছে।
Leave a Reply