স্টাফ রিপোর্টার
সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কর্তৃক ৩০০০(তিন হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০০(দুইশত) টি Buprenorphine Injection I.P. এ্যাম্পলসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী এর সার্বিক তত্ত্বাবধানে, এসআই(নিঃ)/মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ এনায়েতপুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করাকালে ১১ আগস্ট শুক্রবার ২.৪০ ঘটিকার সময় এনায়েতপুর থানাধীন সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের অন্তর্গত এনায়েতপুর গ্রামস্থ মোঃ শেখ সাদী (৩৫), পিতা-মোঃ আঃ সামাদ এর সাদী ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর আসামী ১। মোঃ রকিম আলী (৩৬), পিতা-মৃত মেহের আলী, মাতা-মোছাঃ আমেনা খাতুন, সাং-গয়ালমারা, ডাকঘর- বালুখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার এর হেফাজত হইতে ৩০০০(তিন হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এছাড়াও পৃথক একটি অভিযানে এসআই(নিঃ)/মোঃ ইশানুর রহমান এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্স রায়গঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে খ্রিঃ ১১/০৮/২০২৩ তারিখ সময় ৫.৪০ ঘটিকায় রায়গঞ্জ থানাধীন চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজার সংলগ্ন ইসলামী ব্যাংক এর এটিএম বুথের সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী মোছাঃ লাইলী (৪৮), ¯স্বামী-মোঃ মন্টু, সাং-দক্ষিণ দাউদপুর জোলাপাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর এর হেফাজত হইতে ২০০(দুইশত) টি Buprenorphine Injection I.P. এ্যাম্পল উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে এনায়েতপুর থানা ও রায়গঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মাদক মামলা রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন আছে বলে জানানো হয়।
Leave a Reply